সড়ক দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ নবদম্পতির

Reporter Name
  • Update Time : Tuesday, February 4, 2020
  • 22275 Time View

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় সংসার জীবনের স্বপ্ন ম্লান করে দিল নবদম্পতির। বিয়ের মেহেদী না শুকাতেই তারা মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে তারা। চট্টগ্রামে অসুস্থ মাকে দেখে গত সোমবার সিএনজি অটো রিক্সাযোগে বাড়ি ফেরার সড়ক দুর্ঘটনার বলি হয় নবদম্পতি সৌরভ ও সালমা। তাদের বহনকারী অটো ফুলগাজীর বন্ধুয়া পৌঁছুলে একটি দ্রুতগামী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এসময় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা সৌরভ ও সালমা মারাত্বক আহত হয়।

পরিবার সূত্র জানায়, গত ৩ মাস আগে পরশুরামের আশ্রাফপুর গ্রামের সালমা আক্তারের সাথে স্যানেটারি মেস্তরি ইমাম হোসেন সৌরভের বিয়ে হয়। সালমার বাবা আবদুর রশিদ দিনমজুর।তাদের চিকিৎসায় ধার-দেনা করে দুই পরিবার প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছে। এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধের পথে সৌরভ-সালমার। অতি দরিদ্র দুই পরিবার আহতদের চিকিৎসার খরচ যোগাতে পারছেনা। এ দম্পতিকে বাঁচাতে বিত্তশালিরা সহায়তার হাত বাড়িয়ে দিন।

সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুর রশিদ (সালমার বাবা) মোবা. 01866-624500

Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.