পরশুরামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2020
  • 106258 Time View
পরশুরাম সংবাদদাতা: ফেনীর পরশুরামে শাপলা থেকে ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৩০ অক্টোবর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের বিজিবি ক্যাম্পের সামনের পুকুরে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় নিজকালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী এবং সৌদি প্রবাসী শামিমের কন্যা।
স্থানীয়রা জানায়, ওই শিশু সকালে ঘর থেকে বের হয়ে তার দাদার কাছে যাচ্ছিলেন। এসময় বিজিবি ক্যাম্প সংলগ্ন পুকুরে শাপলা দেখে ফুল তুলতে চেষ্টাকালে সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য মহি উদ্দিন ছুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে শিশুটির নিজ বাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.