ফেনী শহর | তারিখঃ October 31st, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 15194 বার

বার্তা বিভাগ: ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ দিনটি পালন উপলক্ষে পূর্বেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল জেলা পুলিশ। ফেনী জেলা পুলিশের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) পুলিশ লাইনে দিনব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে তা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম নবী প্রমুখ।
কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রবিউল হক, ডিএসবির এএসপি খালেদ হোসেন প্রমুখ। বক্তারা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়ে তোলার প্রতি জোর দেন। এছাড়া ফেনীতে কমিউনিটি পুলিশিংয়ের অনন্য ভূমিকার প্রশংসা করে আগামীতে ফেনী জেলায় কমিউনিটি পুলিশিংয়ের কর্মকান্ড আরো জোরদার করার আহ্বান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরিবারের সাথে রাঙ্গামাটি যাওয়া হলো না অনিকের
- ঠিকাদার অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
- ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
- ফেনীর কৃতি সন্তান ডা. আহমেদুল কবির মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ
- পরশুরাম মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
- দাগনভূঁঞা থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
- ছাগলনাইয়া থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
- দাগনভূঁঞায় ড্রিমলাইনের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত
- পরশুরামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ফেসবুকে বিশ্বনবীকে কটুক্তি করায় ফেনীতে যুবক গ্রেপ্তার
Leave a Reply