অতিথি পাখির অভয়ারণ্য

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার উপকূলবর্তী ও বঙ্গোপসাগর বিধৌত উপজেলা সোনাগাজী। এ উপজেলার মুহুরী প্রজেক্ট দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে । মুহুরী নদীর মোহনায় গড়ে উঠা এ প্রকল্পের নাম তাই মুহুরী প্রজেক্ট। প্রজেক্টের ভাটির দিকে গাছগাছালি আর নদীর শান্ত পানি যে কারো মনপ্রাণ জুড়িয়ে দেয়। এখানেই শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগমন ঘটে শীতের …বিস্তারিত