গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত ৮ লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : Friday, June 14, 2019
  • 89309 Time View

ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়ায় গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গরু ব্যবসায়ীর তিন সহযোগীও আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৩ জুন এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছেন। গুরুতর আহত ব্যবসায়ী ইয়াছিনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতের ছেলে হৃদয় জানান, গলার কণ্ঠনালি, বুক ও পুরুষাঙ্গের পাশে আঘাত লাগায় তার বাবার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিবরণে ব্যবসায়ীর সহকারী শাহ আলম, আব্দুর রাজ্জাক ও শাহজাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তারা চারজন সিএনজিচালিত অটোরিকশায় কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া শিলরী গ্রাম থেকে ছাগলনাইয়ার চাঁদগাজী বাজারের সাপ্তাহিক গরু হাটে আসছিলেন। দুপুরে ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের কন্ডাক্টর মসজিদ বাজার নামক স্থানের মাদ্রাসার সামনে তাদের গাড়ির গতিরোধ করে ব্যবসায়ী ইয়াছিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। তাকে রক্ষা করতে রাজ্জাক ও শাহজাহান এগিয়ে এলে তাদেরও মারধর করে টাকার থলে ছিনিয়ে নিয়ে গাড়িতে ফেনীর দিকে চলে যায় ছিনতাইকারীরা।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীর সহযোগীদের থানায় নিয়ে আসে। তারা জানান, আহত ইয়াছিনের কাছে সাড়ে ৬ লাখ টাকা ও তাদের কাছে দেড় লাখ টাকা ছিল। ছাগলনাইয়া থানার ওসি(তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.