পরশুরাম করোনা টিমের উদ্যোগে ১৩ তম ব্যক্তির দাফন

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020
  • 43540 Time View
ইয়াসিন শরীফ মজুমদার, পরশুরাম: রবিবার ( ২২ জুন )  ১৩ তম ব্যক্তির জানাজা ও দাফন কাজ সম্পন্ন করেছে পরশুরামের করোনা স্বেচ্ছাসেবক টিম। ইয়াসিন শরীফের নেতৃত্বে জানাযায় অংশ নেন টিমের সদস্য মুহাম্মদ আলা উদ্দিন, মনসুর আহাম্মদ, এনামুল করিম আজাদ ও জহিরুল ইসলাম হৃদয়।
 বক্সমাহমুদ ইউনিয়নের নরনিয়া গ্রামের হকু মিয়ার বড় সন্তান এনসিসি ব্যাংকের  সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুর আহমেদ খোকা ভোরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিকাল ৩ টার সময় গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে মরহুমের লাশ ঢাকা থেকে নিয়ে আসেন পরিবারের সদস্য ও আল মারকাজুল ইসলাম নামের সেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। পরে পরশুরাম করোনা টিম সামাজিক দূরত্ব বজায় রেখে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন।
Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.